• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

অনিশ্চিত মেসি কোপার কোয়ার্টার ফাইনালে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার গ্রপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ডান পায়ের ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এরপর আর্জেন্টাইন এই তারকা পেরুর বিপক্ষে খেলতে পারেননি। তবে টানা দুই জয়ে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় শেষ ম্যাচে মেসি না থাকলেও তেমন চিন্তা করতে হয়নি আর্জেন্টিনাকে।

কিন্তু কোয়ার্টার ফাইনালে মেসিকে যেকোনোভাবে দলে রাখতে চাইবেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি। তবে দলের অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।

এই পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, মেসিকে একাদশে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। আজ অনুশীলনে কেমন করেন মেসি, সেটি যাচাইবাছাই করেই সিদ্ধান্ত নেবেন তিনি।

অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা কয়েক ঘণ্টার মধ্যে প্রশিক্ষণ নেবো। তারপর সিদ্ধান্ত। আরও একটি দিন ভালো কাটতে হবে। গতকাল আমাদের ভালো অনুভূতি ছিল এবং আজ আমরা সিদ্ধান্ত নেবো। আজকের উত্তরের উপর ভিত্তি করে (প্রশিক্ষণে) আমরা সিদ্ধান্ত নেবো মেসি খেলবে কিনা।’

মেসির ব্যাপারে নিশ্চিত না হওয়ার কারণে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লাইনআপ কেমন হবে, সেটি বলতে পারছেন না স্কালোনি। তবে শুরুতে কিছু আক্রমণাত্মক খেলোয়াড়কে নামাতে চান তিনি। তবে মেসি দলে থাকলে তার সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘এটা কখনই এমন ছিল না। লিও (মেসি) যখন খেলে না তখন এটি পরিবর্তন করে, এটি শুধু আমাকে নয়, সবাইকে পরিবর্তন করে।’

তিনি আরও বলেন, ‘আমরা তার (মেসি) জন্য সেখানে থাকার চেষ্টা করবো। এবং যদি না হয় তবে আমরা দলের জন্য সেরাটি খুঁজে পাবো। সে ম্যাচের পর ম্যাচ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মানিয়ে নেবে।’

মেসি যদি আগামীকালের ম্যাচে না খেলে, তাহলে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে থাকতে পারেন। তাছাড়া এই দুই স্ট্রাইকারের ইকুয়েডরের বিপক্ষে ভালো খেলার রেকর্ড আছে।

ইকুয়েডরের বিপক্ষে এর আগে একসঙ্গে খেলেছিলেন লাউতারো ও আলভারেজ। গেল ৯ জুন কোপা আমেরিকার প্রীতি ম্যাচে এই দুই জনের নেতৃত্বেই ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচ বেঞ্চ থেকে দেখেছিলেন মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ