• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় রাস্তা পারাপারে সময় নীলাচল বাসের ধাক্কায় নন্দ লাল দাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই হৃদয় বলেন, আমার ভাই বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন। শনিবার সকালে মালামাল কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাক আসেন। রাস্তা পারাপার সময় নীলাচল নামের একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃতুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ