পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও নিজস্ব অর্থায়নে বানবসি ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মেধা গ্রুপের চেয়ারম্যান শাহাজাদী আলম লিপি।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় শাহাজাদি আলম লিপি চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নের বন্যা দুগর্ত এলাকাবাসির সাথে কথা বলেন এবং তাদের আতস্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বন্যয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রান কর্মসূচি অব্যাহত থাকবে। আমি অতীতে আপনাদের পাশে ছিলাম,সারাজীবন আপনাদের পাশে থাকবো। আপনাদের কল্যাণে কাজ করে যাব।
এসময় শাহাজাদী আলম লিপির বড় ছেলে মোঃ সাবিব শিহাব, কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, লোকমান হোসেন লিমন, নাসিম, মোছা: বিপাসা আক্তারসহ স্থানীয় কর্মী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।