চার বছর পর হিপ-হপ কিংবদন্তী এমিনেম স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন। আসন্ন ‘রিভাইভাল’ অ্যালবামের জন্য তিনি এই কয়েকদিন আগে ‘ওয়াক অন দ্য ওয়াটার’ শীর্ষক একটি গানে বিয়ন্সে’র সঙ্গে কণ্ঠ দিয়েছেন। আর তাতে এমিনেমের ভক্তরা খুব সন্তুষ্ট হতে পারেনি। জানা গেছে এমিনেমের চিরাচরিত ধারা থেকে গানটি ভিন্নতর, তা বেশ শান্ত মেজাজের, আর তাতেই এই অসন্তোষ।
কয়েক বছর আগে পর্যন্ত গায়কের অধিকাংশ গানেই তার হতাশা, প্রতিবাদ আর ক্ষোভ দেখা যায়। কিন্তু নতুন এই গানটিতে মনে হচ্ছে তিনি সেই ধারা থেকে বেরিয়ে এসেছেন। গানটিতে পিয়ানোর আধিক্য রয়েছে যা তার আগের জনপ্রিয় গানগুলোতে দেখা যায় না। পুরো গানে পৃষ্ঠা ওলটানোর আওয়াজ যুক্ত আছে, যাতে গানটিকে খুব হাল্কা মনে হয়। এমিনেম কয়েকদিন আগে তার এই গানটির ঘোষণা দিয়ে টুইট করেছেন।
মার্শাল ব্রুস ম্যাথার্স ওরফে এমিনেম স¤প্রতি ট্রাম্পকে ভোট দেবার জন্য তার ভক্তদের সরাসরি সমালোচনা করলে তাদের রোষে পড়েন। মাদক সমস্যা সামলানোয় তার সংগ্রাম নিয়ে বরাবর তিনি তার ভক্তদের সমর্থন পেয়ে এসেছেন।
‘রিভাইভাল’ অ্যালবামটি ১৭ নভেম্বর মুক্তি পাবে। এটি ‘রিল্যাপ্স’ ও ‘রিকভারি’র পর ট্রিলজি অ্যালবামের শেষ পর্ব।