• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

অভিযান চালিয়ে পিস্তলসহ একজন কে আটক করেছে র‍্যাব-৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ মাসুদ রানা লিটন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সেই সঙ্গে ২টি ওয়ান সুটারগান, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকার মসুদ্দির মোড়ে এ অভিযান চালায় তারা।

আটক মাসুদ রানা লিটন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তালাইমারী এলাকার মৃত আমজাদ তালুকদারের ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‍্যাব-৫। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ।

থানায় এজাহার সূত্রে জানা গেছে, র‍্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড় থেকে অটোভ্যানে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে এক ব্যক্তি নওগাঁর পথে রওনা দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে চৌরাপাড়া মসুদ্দির মোড়ে চেকপোস্ট পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোভ্যান থেকে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‍্যাবের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তার দেহের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ