• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

কোপাতেই কলম্বিয়াকে হারানোর অতীত আছে আর্জেন্টিনার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে লেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে লাতিনের শক্তিশালী এই দুই দল।

শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা।

দু’দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ৪২ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৫ ম্যাচে ও কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।

কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১৫ বার কলম্বিয়ার বিপক্ষে খেলে ৯ বারই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র ৩টি ম্যাচে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়।

জয়ের ব্যবধান বিবেচনা করলে এই কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার কাছে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে ১৯৪৫ সালে ৯-১ গোলের ব্যবধানে হেরেছিল কলম্বিয়া। যা এখন পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

অন্যদিকে, ১৯৯৩ সালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়েছিল কলম্বিয়া, যা তাদের ইতিহাসের বড় জয় আর্জেন্টিনার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ