• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

কোটা আন্দোলন : ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

কোটাবিরোধী বিক্ষোভকারীরা ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।”

“শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে” কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এ কর্মসূচির কারণে সকাল থেকে ঢাকায় গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। তাতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ