সালমান খান এবং তার বিয়ে, ভক্ত সাধারণের কাছে প্রশ্নটা পুরান হয়ে গেছে। তবু উৎসুক এই প্রশ্নের ঠিকঠাক জবাব দিতে পছন্দ করেন না বলিউড সুপারস্টার সালমান। বয়স পঞ্চাশের ঘর পার হলেও এখনো বিয়ের নাম-গন্ধ নেই তার কাছে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারেও এটা নিয়ে আবারো তাকে প্রশ্ন ছোঁড়া হয়েছে। কী বললেন সল্লু মিঙা এবার!
তিনি বলেন, আমার কাছে এর কোনো উত্তর নেই। তবে আমি খুশি, আমার বিয়ে নিয়ে অনেক মানুষেরই দুশ্চিন্তা আছেন। আমি ভেবে অবাক হই, আমার বিয়েতে তাদের লাভ কী? এর বিশেষ কোনো জবাব নেই। হ্যাঁ নেই, আবার না নেই, সম্ভবতও নেই। সময় হলে হবে, না হলে না হবে। আমি অনেক খুশি, অনেক বেশি সুখে আছি।
সম্প্রতি রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করেছেন সালমান। এছাড়া মুক্তির অপেক্ষায় তার টাইগার জিন্দা হ্যায়। তার সঙ্গে এখানে আবারো দেখা যাবে ক্যাটরিনাকে। আসছে বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে সিনেমাটি।