• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:

শ্যামনগরে গাবুরায় কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা!

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বাড়ার ফলে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

গাবুরার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গাবুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধের ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ