• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:

নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

বৃষ্টি উপেক্ষা করে নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ভোলার গজনবী স্টেডিয়াম সড়ক থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মিছিল বের করে পুরো শহর ঘুরে ভোলা-লক্ষ্মীপুর, বরিশাল সড়কের ভোলা অংশের ইলিশা স্টান্ড ট্র্যাফিক চত্বরে গিয়ে অবস্থান করেন আন্দোলনকারীরা।

সেখানে সংক্ষিপ্ত বক্তবে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারী এনিসহ অন্যরা বলেন, আমাদের নয় দফা দাবি মানেনি, আমরা কোটা চাই না, আমাদের ভাইদের ফিরিয়ে দেওয়া হোক, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। দাবি মেনে না নিলে, ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ আমরা ছাড়ব না।

এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা থাকায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে, কোনো সহিংসতা নেই। পরিস্থিতি এখন শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ