• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বান্দরবানে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলার সাংগু ও মাতামুহুরী নদীতে পানি বাড়ার কারণে বান্দরবানের নিম্নাঞ্চলের কয়েক শত ঘরবাড়ি তলিয়ে গেছে। বন্যাকবলিত সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছে।

এদিকে অতিবৃষ্টি আর বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বান্দরবানের সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবান পৌর এলাকার ইসলামপুর, আর্মিপাড়া, ওয়াপদা ব্রিজ, গোদার পাড়া, কাসেম নগরসহ বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। পৌর এলাকার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ জনসাধারণ। হঠাৎ করে অনবরত বৃষ্টি আর পাহাড়ধসের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে অবিরাম বৃষ্টির ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণের জীবন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ