• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ অন্যান্য যান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার একটি রাত কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সেই রাত শেষে উদিত হয়েছে নতুন সূর্য।

টানা কয়েকদিনের সংঘাতের রেশ কেটে সবকিছু স্বাভাবিক হতে এখনও অনেক সময় বাকি। তবে এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজধানীর সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। তবে তা সীমিত পরিসরে। রাস্তায়ও মানুষের চলাচল কম।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি-২৭ ও আসাদগেট ঘুরে এ চিত্র দেখা যায়।

সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট থেকে আসাদগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য পরিবহনের বাস সীমিত আকারে চলাচল করছে। একইভাবে চলছে ব্যক্তিগত গাড়িসহ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল। সাধারণ মানুষের চলাচলও রয়েছে সড়কে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

রাস্তায় কোথাও নেই কোনো ট্রাফিক, নেই ট্রাফিক সিগনালও। শুধু জায়গায় জায়গায় পড়ে আছে গত কয়েকদিনের সংঘাতের ধ্বংসযজ্ঞ। সুযোগ সন্ধানী কতিপয় মানুষদের সেসব ধ্বংসযজ্ঞ ভেঙে নিয়ে যেতে দেখা গেছে।

রাস্তায় অফিসগামী মানুষের থেকে বেশি দেখা গেছে উৎসুক জনতা। সবার মুখে মুখেই গত কয়েককদিনের ঘটনাপ্রবাহ, বিচার-বিশ্লেষণ। তবে কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ