নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়ে যাওয়া বাসভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটাস্থ শিমুলের বাসভবনের ভেতরে গিয়ে মরদেহগুলো দেখতে পান স্থানীয় লোকজন।
এসময় অনেককেই বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা যায়। পরে খবর পেয়ে মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, বড়গাছা এলাকার শফিকুল ইসলাম মোহন ও মল্লিকহাটী এলাকার ইয়াসিন।
স্থানীয়রা জানান, সোমবার (০৫ আগস্ট) বিকেলে সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেস ও তার ছোট ভাই সাগরের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় চারজন অতি উৎসাহী বা লুটপাটের উদ্দেশ্যে জান্নাতি প্যালেসে ঢুকে যায়। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে মারা যায় তারা।
তবে এসময় মরদেহ উদ্ধার ও শনাক্ত করতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।