হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার এ তথ্য জানান। আহতদের তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এতে সংঘর্ষ বেধে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ডা. শামীমা আক্তার আরও জানান, গুলিবিদ্ধ অন্তত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক লোককে।