• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

ঢাকায় আজও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছেন তারা।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মৌচাক, শান্তিনগর, আবুল হোটেল, রামপুরার সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। পাশাপাশি সেখানে অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিও রয়েছেন।

রাজধানীর মৌচাক মোড়ে কথা হয় আবুজার গিফফারী কলেজের মাস্টার্স-এর শিক্ষার্থী আফরোজা আক্তার স্মৃতির সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, মৌচাক অন্যতম জনবহুল এরিয়া। এখানে যানজট লেগেই থাকে। এখন ট্রাফিক পুলিশ না থাকায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা কলেজের দুজনসহ দুপুর ১২টায় আসছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবো। এরপর অন্যরা আসবে। আমার সঙ্গে এখানে আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।

মালিবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন আনসার সদস্য তারা জানান, আমরা সকাল থেকে আছি। এরপর শিক্ষার্থীরা এসে আমাদের সহযোগিতা করছেন। তারা অনেকে বাঁশি ও পতাকা নিয়ে এসেছেন সিগন্যাল দেওয়ার জন্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ