• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

‘মিসফায়ারে’ সহকর্মী পুলিশ কর্মকর্তা আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

রাজধানীর মিরপুর পুলিশ লাইনস অস্ত্রাগারে সহকর্মীর কাছে থাকা বন্দুকের ‘মিসফায়ারে’ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আল আমিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)। দুজনই দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইয়াসিন আলী স্থানীয় একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন। আল আমিনের সঙ্গে তিনি ঢামেকে অবস্থান করছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনসে জমা দেওয়া হয়। দুপুরে অস্ত্র আনতে সেখানে যান আল আমিনসহ অনেকে। এ সময় এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বিকাল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ