• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) সদস্যরা পৌর শহরের প্রধান মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত হন।

কেন্দ্রীয় এ মন্দিরসহ উপজেলার মোট ৩৮টি মন্দিরে টহল ও সতর্ক অবস্থানে রয়েছে এই উপকূলরক্ষী বাহিনী।

কেন্দ্রীয় মন্দিরে নিরাপত্তা নিশ্চিতকালে কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার আবিদ বিন মনুজর বলেন, সংখ্যালঘু বলে আমরা কাউকে আলাদাভাবে দেখছি না। আমরা সবাই এক দেশ, এক জাতি ও বাংলাদেশি।

তিনি আরও বলেন, মেংলা বন্দর ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা, দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এসবের পাশাপাশি নদীপথে বিভিন্ন লাইটার ও জাহাজে চুরি প্রতিরোধে কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা আবিদ বিন মনজুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ