• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে গত ৫ই আগস্ট আওয়ামীলীগের অফিস ভাংচুরের জেরে বিএনপি ও আওয়ামীলীগ সমর্থকদের মাঝে শুক্রবার (১৬-০৮-২৪) সকাল ৯ টার সময় বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ বাকতিন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বি.এন.পির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর রহমান(৫০) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয় ৷
নিহত সিদ্দিকুর রহমান ঐ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে৷

স্থানীয়রা জানান,গত ৫ই আগস্ট আওয়ামীলীগের অফিস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে সমাধানের আশ্বাসে শুক্রবার সালিশি বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ঐ সালিশি বৈঠকে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাথারী মারধর করলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহত সহ ২ জনের অবস্থা আশংকা জনক হওয়ার খবর পাওয়া গেছে৷
ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিদর্শন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ