• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে হঠা দমকা বাতাস, লণ্ডভণ্ড গাছপালা-বাড়িঘর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

কক্সবাজারের টেকনাফে হঠাৎ বয়ে যাওয়া দুই মিনিটের দমকা বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা, বসতবাড়িসহ বৈদ্যুতিক খুঁটি।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটে ঘটনা। স্থানীয় ইউপি সদস্য বলেন, ভোররাতে হঠাৎ দুই মিনিটের তীব্র গতির বাতাস ও শিলা বৃষ্টিতে গাছপালা ভেঙে বসতঘরে পড়ে। সেই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা পড়ে যাওয়া গাছ কেটে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। উপজেলার অন্য কোনো জায়গায় এমন হয়নি বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাতাসে ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাসে গাছপালা, মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করে যতটুকু সম্ভব সহায়তায় দেওয়ার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ