• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীর ছোটভাইসহ ৪৮ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বাসিন্দা আবুল বাশার অনিক।

আগস্ট চাষাঢ়ায় এলাকায় গুলিবিদ্ধ হয়ে তার ছোট ভাই আবুল হাসান স্বজন নিহত হন।

এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

এছাড়া অজ্ঞাতনামা আরো অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘণ্টা আগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সে সময় বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবুল হাসান স্বজন গুলিবিদ্ধ হন। পরদিন ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ