• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস ও মোহাম্মদ জাগির।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি মিছিল বের করেন। এসময় মিছিলে হামলা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ