• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

রাঙামাটির কাপ্তাই ফের উত্তাল বিএসপিআই

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সিভিল (উড) টেকনোলজির শিক্ষক এজাবুর আলমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট।

বুধবার (২১ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত শিক্ষকের পাশাপাশি ইন্সটিটিউটের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারেরও পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক এজাবুর আলম দীর্ঘদিন যাবৎ ইন্সটিটিউটের ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছে। যার ফলে ২০২২ সালে তাকে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে বদলি করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুন মাসে তিনি পুনরায় ইন্সটিটিউটে যোগদান করেন এবং ভিকটিমদের একাডেমিক ও মানসিকভাবে হেনস্থা শুরু করে।

এরই পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে আবারও আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক এজাবুর আলমের পদত্যাগের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ইন্সটিটিউটের অধ্যক্ষেরও পদত্যাগ দাবি করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ