• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

শিশু হত্যা মামলায় জয়পুরহাটে একজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে শিশু হত্যায় রেজাউল করিম ফকির নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে। আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ জানান, ২০১৭ সালের ৩ মার্চ উপজেলার মুন্সিপাড়া এলাকার আব্দুল গফুর তোতার ছেলে শুভ (৭) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে মোবাইলে জানানো হয়। পরদিন শিশু শুভর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শুভর বাবা বাদী হয়ে মামলা করেন। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে তার মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ