জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম মোল্লা (২৬) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে হাসপাতালের সিসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইব্রাহীমের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানার ছাতিয়ানী (দক্ষিণ সুতলকাছি) গ্রামে। তার বাবার নাম জলিল মোল্লা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
সুভাষ কুমার ঘোষ জানান, উন্নত চিকিৎসার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২১ আগস্ট সকালে জরুরি ভিত্তিতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।