• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

ব্যাংক হিসাব তলব এস আলমসহ তার পরিবারের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
মোহাম্মদ সাইফুল আলম মাসুদ/ফাইল ছবি

আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী, দুই ছেলে ও ছয় ভাইসহ ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২৬ আগস্ট) তাদের হিসাব তলব সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।

বিএফআইইউর দেওয়া চিঠিতে সাইফুল আলমদের সাত ভাইয়ের পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়ীকসহ সব ধরনের হিসাবের লেনদেনের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। এস আলম ছাড়াও যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে- আহসানুল আলম ও আশরাফুল আলম রয়েছেন।

এস আলমের ভাইদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, সহিদুল আলম ও মোরশেদুল আলম।

এছাড়া এস আলমের পরিবারের সংশ্লিষ্ট হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ, আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস তালিকায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ