• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, প্রতিবেশী শাহ আলম মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোনটি চুরির অভিযোগ ওঠে হেবজু মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয়পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে হেবজু মিয়াকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে তন্তরবাজার মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ