• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দ্দার আরাপপুর এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও সেনাবাহিনী অভিযান চালায়। সেসময় তার নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়।

রাতে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই আব্দুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।

এরপর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দ্দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ