প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীতে ভাসমান টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
এজন্য দু:খ প্রকাশ করেছে পেট্রোবাংলা। তারা সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এ কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএলের চট্রগ্রাম এলাকায় বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। ফলে এলএনজি সরবারহ বিঘ্নিত হচ্ছে।
তবে, আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে পেট্রোবাংলা।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে পেট্রোবাংলা দু:খ প্রকাশ করেছে।