• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাসে মিলল ৪২ রাউন্ড গুলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বরিশালে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ অভিযান করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। তখন বাসের একটি আসনের ওপর ব্যাগ পড়ে থাকতে দেখে বাসের সুপারভাইজার। তিনি ব্যাগের মালিককে সন্ধান করে না পাননি। পরে ব্যাগ খুলে একটি বক্স দেখতে পায়। বক্সটি খুলে গুলি দেখে তাকে জানিয়েছেন।

সহকারী পরিচালক বলেন, ব্যাগের মধ্যে বাক্স ছাড়াও একটি খালি ম্যাগাজিন, কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ওসিকে জানানো হয়। তারা এলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, কাউকে না পাওয়া যায়নি। যে কাগজপত্র পাওয়া গেছে, সেখানে নামে সঙ্গে কোন মিল নেই। তাই আপাতত এ ঘটনায় জিডি করা হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ