জেলার বানিয়াচং উপজেলায় আজ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশ’জন কৃষকদের মাধ্যে ধানের চারা ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টায় বানিয়াচং উপজেলার নাগুড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্মন।
এ সময় এসেড হবিগঞ্জের অফিস প্রধান জাফর ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগস্ট মাসে পরপর দুইবার বন্যায় কৃষকদের ধানের চারা সর্ম্পূণ নষ্ট হয়। কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট নিজস্ব জায়গায় ধানের চারা রোপন করে। সোমবার থেকে শুরু করে পনের দিন পর্যন্ত ধানের চারাগুলো হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।সূত্র বাসস