পাঁচ বছর আগে সাভারের তাজরীন ফ্যাশন্স গার্মেন্টস অগ্নিকাণ্ডের বিচার এখনো শেষ না হওয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শ্রমিক ও শ্রমিক নেতারা। তারা এ বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ বঞ্চিতদের দ্রুত ক্ষতিপূরণের আওতায় আনা, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো এবং গার্মেন্টসসহ সব শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার তাজরীন অগ্নিকাণ্ডের পূর্ণ হয়। ওই অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত হন, গুরুতর আহত হন আরো শতাধিক শ্রমিক। পুড়ে অঙ্গার হওয়া শ্রমিকদের অনেককেই তাৎক্ষণিক শনাক্তও করা যায়নি। এরকম বেশকিছু লাশ জুরাইন করস্থানে দাফন করা হয়। শ্রক্রবার সাভারের তাজরীন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডের স্থল, জুরাইন কবরস্থান ও রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিহতদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিক নেতা ও আহত শ্রমিকরা তাজরীন অগ্নিকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি তোলা হয়।
সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন তাজরীন গার্মেন্টসের সামনে ফুল দিয়ে নিহতদের স্মরণ করে। এরপর জুরাইন কবরস্থানেও নিহতের কবরে ফুল দিয়ে শুদ্ধা জানায় শ্রমিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পাশাপাশি নিহতদের স্বজনরাও। আশুলিয়ায় বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। কালো ব্যানার ও ফুলের তোড়ায় কবরস্থানে হাজির হন সংহঠনগুলোর নেতারা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, তাজরীন অগ্নিকাণ্ডের ৫ বছর পরও ১২০ জন শ্রমিক ক্ষতিপূরণ পান নি। তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। দায়ীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।