• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকৃত একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি গত ৩ মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। আগামী ১৫ নভেম্বর ট্রেনটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ‘আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হবে।

অপরদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশন প্রসঙ্গে শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ‘এই স্টেশনটির মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে। এ অবস্থায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। পরবর্তিতে বাজেট প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত রেলওয়ে ষ্টেশন দুইটির পূর্ণাঙ্গ মেরামত করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ৪ আগস্ট আন্দোলনকারীরা সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদে অবস্থিত শহীদ এম. মনসুর আলী স্টেশন দুটি ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়।

এরপর থেকে স্টেশন দুটির কার্যক্রম এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পরবর্তিতে স্টেশন দুটি মেরামত ও ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা স্বারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ