• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ফের খারিজ মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ৫৬ বিলিয়ন বা পাঁচ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার পারিশ্রমিক অনুমোদন করা হবে না বলে আদালত রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায় দিয়েছে বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।

শেয়ারহোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আইনি লড়াই চলছিল। শেষ পর্যন্ত আদালত মাস্কের বিপক্ষেই রায় দিয়েছে।

বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে দেওয়া তার পূর্ববর্তী রায় বহাল রেখেছেন। বিচারক যুক্তি দিয়েছেন যে, বোর্ড সদস্যরা ইলন মাস্কের মাধ্যমে অত্যধিক প্রভাবিত।

এছাড়া তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জন্য এটি হয়তো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্যাকেজ। কিন্তু টেসলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ২০১৮ সালের এই বেতন মাস্কের ন্যায্য অধিকার ছিল।

রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, ‘শেয়ারহোল্ডারদের নয়, বরং বিচারককের উচিত কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা।’

আদালতের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছে টেসলা। তারা এক্স-এ জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা। এই রায় না পাল্টালে প্রকৃত মালিকদের পরিবর্তে বিচারক ও মামলার আইনজীবীরাই কোম্পানি পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ