• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

বাশারকে রক্ষায় পুতিন আগ্রহী ছিলেন না : ট্রাম্প

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
বাশারকে রক্ষায় পুতিন আগ্রহী ছিলেন না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় আগ্রহী ছিলেন না এজন্য তিনি পালিয়েছেন।

রোববার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘আসাদের বিদায় হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষাকারী ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।’

তিনি আরো বলেন, ‘রাশিয়া ও ইরান এখন দুর্বল রাষ্ট্র। প্রথমত, ইউক্রেন ও বাজে অর্থনীতির কারণে। অন্যটি ইসরাইল ও দেশটির (ইসরাইল) সফল যুদ্ধের কারণে।’

এদিকে বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ রোববার সকালে রাজধানী দামেস্ক থেকে উড়োজাহাজে করে দেশত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে তার ২৪ বছরের শাসনের অবসান হয়েছে।

তার দুই যুগের শাসনের প্রায় ১৪ বছরই চলছিল নির্মম এক গৃহযুদ্ধ। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাশারের পতনের মধ্য দিয়ে মূলত আসাদ পরিবারের টানা অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ