• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বিশৃঙ্খলার সুযোগে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৭)। নিজের আঠারো মাস বয়সী কন্যা সন্তানকে গলা টিপে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

গ্রেফতার আব্দুল্লাহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সম্ভপুর রেলগেট এলাকার নুর আলী মিয়া ওরফে নুর আলম মিয়া ছেলে।

এটিইউ জানিয়েছে, ২০১১ সালে নিজের ১৮ মাস বয়সী কন্যা সন্তান সুমাইয়াকে গলা টিপে হত্যা করেন আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ। পরে এ ঘটনায় মা সুরাইয়া বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলার করেন। বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেন। সেই মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন তিনি।

তবে ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন আবুল হোসেন। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা দায়ের করে। তিনি জেল পলাতক হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। পলাতক অবস্থায় তিনি গত ১৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে চিকিৎসা গ্রহণের জন্য ভর্তি হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় এটিইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ