• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

আইএইএ-কে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ইরানে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী মজিদ তাখ্ত-রাভানচি বলেছেন, পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই।

সম্প্রতি ইতালির রেডিও র‌্যাডিকেলে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। খবর মেহের নিউজের।

মজিদ তাখ্ত-রাভানচি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা– আইএইএর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে।

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র প্রসারণ বিরোধী চুক্তির (এনপিটি) সদস্য। পরমাণু অস্ত্র আমাদের প্রতিরক্ষা নীতিতে কোনো স্থান পায় না।

তার দাবি, পরমাণু বিষয়ে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর অসংখ্য রিপোর্ট দেখিয়েছে, ইরান তার প্রতিশ্রুতি ১০০ শতাংশ পূরণ করেছে।

তাখ্ত-রাভানচি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি বাইডেন প্রশাসনের সময়ও অব্যাহত ছিল। এই সমস্ত বছরে আমাদের অবস্থান সঙ্গত ও স্বচ্ছ ছিল।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা জেসিপিওএ-এর কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত।

তাখ্ত-রাভানচি আরও উল্লেখ করেন যে, ‘আমেরিকা আর জেসিপিওএ-এর অংশীদার নয়।

সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার জনগণেরই সিদ্ধান্ত নিতে হবে তাদের সরকার কেমন হবে এবং দেশ কীভাবে পরিচালিত হবে।

ইসরাইলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসরাইলি শাসনব্যবস্থা জানে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কী পরিণতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ