• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

আগামী বছর জাপানে ইনভেস্টমেন্ট এক্সপো

প্রথমবারের মতো জাপানে বাংলাদেশী পণ্যের একক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের জুলাই মাসে মিরাই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যাজেনমেন্টের উদ্যোগে এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় টোকিও’র মাকুহরী মেসে কনভেনশন কমপ্লেক্সে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তৈরি পোশাক, চামড়া, ডেনিম, পাট, আইটিসহ ২৮টি খাতের বিভিন্ন কোম্পানি প্রদর্শনীতে তাদের উত্পাদিত পণ্য প্রদর্শন করবে।

গত রবিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো (বিটিএক্স)-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, বায়রার সভাপতি বেনজীর আহমেদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর প্রথম ৩ দিন বাংলাদেশী পণ্যের একক মেলা অনুষ্ঠিত হয়। ৪র্থ দিন সেমিনার এবং ৫ম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য শীর্ষ ব্যবসায়ীদের বিজনেস আইকন অ্যাওয়ার্ড দেয়া হবে। বাংলাদেশি যে কোন প্রতিষ্ঠান চাইলে মেলায় অংশ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ