• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

মো. নুরুল হক, প্রভাষক

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

 

মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। সামনে এসএসসি পরীক্ষা। আর এই পরীক্ষা উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজনে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। বারবার অধ্যায়গুলো অনুশীলনে রেখো।

 

 

১.চালর্স ব্যাবেজ কত সালে এনালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন?

 

ক.১৭৮৬ সালে      খ.১৮১২ সালে

 

গ.১৮৩৩ সালে      ঘ.১৮৭১ সালে

 

২.‘মেইনফ্রেম কম্পিউটার’ তৈরি করেন কোন কোম্পানি?

 

ক.অ্যাপল খ. আইবিএম গ.ইনটেল ঘ. জেরোক্স

 

৩.কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

 

ক.অ্যাডা লাভলেস     খ.চালর্স ব্যাবেজ

 

গ.রেমন্ড টমলিনসন         ঘ.স্টিভ জবস

 

৪.কত সালে বিজ্ঞানীরা   বোঝতে পারেন ‘অ্যাডা অ্যালগরিদম’ প্রোগ্রামিংয়ের ধারণা প্রকাশ করেছিলেন?

 

ক.১৯৫১   খ.১৯৫২   গ. ১৯৫৩      ঘ.  ১৯৫৪

 

৫.গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী?

 

ক.ব্রিটিশ                       খ.আমেরিকা

 

গ.ইতালি                            ঘ.ফ্রান্স

 

৬.কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

 

ক.১৯৭০  খ.১৯৭১   গ. ১৯৭২      ঘ.  ১৯৭৩

 

৭.বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?

 

ক.অ্যাপল                   খ.আইবিএম

 

গ.ইনটেল                  ঘ.মাইক্রোসফট

 

৮.বিশ্বের প্রথম প্রোগ্রামার কে?

 

ক.চার্লস ব্যাবেজ     খ.অ্যাডা লাভলেস

 

গ.স্টিভ জবস           ঘ.মার্ক জুকারবার্গ

 

৯.অ্যাডা লাভলেস (Ada Lovelace)  কে ছিলেন?

 

ক.কবি লর্ড বায়রনের কন্যা

 

খ.চার্লস ব্যাবেজের কন্যা

 

গ.ডি-মরগ্যানের কন্যা

 

ঘ.আইনস্টাইনের কন্যা

 

১০.সর্ব প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে?

 

ক.চার্লস ব্যাবেজ     খ.অ্যাডা লাভলেস

 

গ.ডেনিস রিচি          ঘ.জর্জ এটানাসফ

 

১১.অ্যাপল কম্পিউটার নামের প্রতিষ্ঠানটি চালু হয় কবে?

 

ক.১৯৭৫ সালের ২ জানুয়ারি

 

খ.১৯৭৪ সালের ৩ মার্চ

 

গ.১৯৭৭ সালের ৭ মে

 

ঘ.১৯৭৬ সালের ১লা এপ্রিল

 

১২.বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্ প্রতিষ্ঠান কোনটি?

 

ক.Intel  খ.    IBMগ. Apple   ঘ. Asus

 

১৩.মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে?

 

ক.স্টিভ জবস          খ.স্টিভ ওজনিয়াক

 

গ.বিল গেটস             ঘ.টিম বার্নাস-লি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ