• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না কেন?

আপডেটঃ : বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

ইসলাম ও নৈতিক শিক্ষা

এসএসসি পরীক্ষা:২০১৮

মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

সময়: ২ ঘণ্টা ২০ মিনিট                 পূর্ণমান: ৭০

(যে-কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও )

গতকালের পর

৬। জনাব আলমগীর হোসাইন ইসলাম শিক্ষার ক্লাসে এক শিশুর বর্ণনা দিলেন। যার ভূমিষ্ঠ হওয়ার আগে পিতা মারা যান। আর মা মারা যান জন্মের পর। বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। তার উত্তম গুণাবলির জন্য তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন।

ক) ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল ? ১

খ) ফিজার যুদ্ধকে অন্যায় সমর বলা হয় কেন ?                                                      ২

গ) জনাব আলমগীর হোসাইন কোন শিশুটির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা দাও ৩

ঘ) উদ্দীপকের আলোকে মাদকাসক্তির কুফল বিশ্লেষণ করো।                                  ৪

৮। জনাব বসির আহম্মেদ নামাজ, রোজা, জাকাত ইসলামি বিধান মতো আদায় করেন। তিনি এবার হজে যাবেন বলে স্থির করেছেন। তার বন্ধু ইউসুফ সাহেব বললো, হজের জন্য এত টাকা খরচ করার দরকার নেই। গরিবদের দান করলে অনেক উপকার হবে। একথা শুনে বাইতুল মোকারম মসজিদের ইমাম সাহেব বললেন, সামর্থ্যবানদের ওপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন। এটি মুসলমানদের বিশ্ব সম্মেলন।

ক) হজ কী ?                               ১

খ) সাধারণ মানুষ কেন হাজিদের সম্মান করে?                                    ২

গ) হজ সম্পর্কে ইউসুফ সাহেবের মনোভাব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।               ৩

ঘ) ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো।                                       ৪

৯। মিরাজ সাহেব নিয়মিত নামাজ আদায় করেন, রমজান মাসে রোযা রাখেন এবং অভাবী মানুষদের দান-খয়রাত করেন ।কিন্তু কারো ভালো সহ্য করতে পারেন না। কারো ভালো দেখলে হিংসায় জ্বলে যান। তার অনিষ্ট সাধনে লিপ্ত হন । একদিন তার বড় ভাই মুজিবুর রহমান তাকে একটি হাদিস শোনালেন ,‘আগুন যেমন শুকনো কাঠ খেয়ে ফেলে, হিংসাও তেমনি সত্কর্মগুলো খেয়ে ফেলে।’

ক.গিবত কী?              ১

খ. পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না কেন ?                                               ২

গ. মিরাজ সাহেব কীভাবে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে পার্থিব ও আখিরাতের জীবন সুন্দর করে তুলতে পারে?                ৩

ঘ.উদ্দীপকে বর্ণিত হাদিস থেকে মিরাজ সাহেব কী কী শিক্ষা গ্রহণ করতে পারেন? বিশ্লেষণ করো।                    ৪

১০। জনাব বসির আহম্মেদ নামাজ, রোজা, জাকাত ইসলামি বিধানমতো আদায় করেন। তিনি এবার হজে যাবেন বলে স্থির করেছেন। তার বন্ধু ইউসুফ সাহেব বললো, হজের জন্য এত টাকা খরচ করার দরকার নেই। গরিবদের দান করলে অনেক উপকার হবে। একথা শুনে বাইতুল মোকারম মসজিদের ইমাম সাহেব বললেন, সামর্থবানদের ওপর আল্লাহ পাক হজ ফরয করেছেন। এটি মুসলমানদের বিশ্ব সম্মেলন।

ক) হজ কী?                                                ১

খ) সাধারণ মানুষ কেন হাজিদের সম্মান করে?                                      ২

গ) হজ সম্পর্কে ইউসুফ সাহেবের মনোভাব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।                  ৩

ঘ) ইমাম সাহেবের বক্তব্যটি বিশেস্নষণ করো।                                           ৪

১১। ড. হাবিবুর রহমান ইসলামিক স্টাডিজের ক্লাসে বিবি খাদিজা (র ) এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করছেন । তিনি বলেন , বিবি খাদিজা নারী জাতির গৌরব । তিনি মহানবি (স) এর চরিত্র ও মাধুর্য্যে মুগ্ধ হয়ে নিজেকে     তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন । তাঁর সমস্ত ধনসম্পদ ইসলামের সেবায় উত্সর্গ করেন। সুতরাং প্রত্যেক নারীর উচিত হযরত খাদিজা (র) এর আদর্শ অনুসরণ করা। তখন তার ছাত্রী তানিয়া বললো, স্যার আমি বিবি খাদিজার মতো একজন আদর্শবান নারী হতে চাই।

ক.হযরত খাদিজা (র) কে ?           ১

খ. হযরত খাদিজা মহানবি (স) এর সাথে নিজের বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন কেন? ২

গ.তানিয়া কীভাবে তার জীবনে হযরত খাদিজা (র)এর আদর্শ বাস্তবায়ন করবে ?

বিশ্লেষণ করো।           ৩

ঘ. হযরত খাদিজা (র) এর জীবনচরিত মূল্যায়ন করো ।        ৪

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ