• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
দ্বিতীয় অধ্যায় : ইবাদত
১। জাকাত ফরজ হওয়ার শর্ত কতোটি ?
ক. ৬টি      খ.৭টি       গ. ৮টি        ঘ. ৯টি
২। ইসলামের মৌলিক বিষয় কয়টি?
ক. পাঁচটি    খ.চারটি      গ.তিনটি    ঘ.দুইটি
৩। জাকাত কার ওপর  ফরজ ?
ক.মুমিন     খ.ইমানদার
গ.সাহিবে নিসাব          ঘ. জ্ঞানবান ব্যাক্তি
৪। জাকাত অর্থ হলো-
ক. কমে যাওয়া            খ. শেষ হওয়া
গ. দান করা                ঘ. বৃদ্ধি পাওয়া
৫। মানুষ কীভাবে অর্থসম্পদ অর্জন করে ?
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. শ্রম ও মেধার মাধ্যমে
গ. বুদ্ধি মাধ্যমে
ঘ. প্রতারণার মাধ্যমে
উত্তর:১.খ  ২.ক ৩. গ ৪. ঘ ৫. খ
৬। নিসাব অর্থ কী ?
ক. সামান্য পরিমাণ       খ. প্রচুর পরিমাণ
গ. নির্ধারিত পরিমাণ     ঘ. সাত তোলা স্বর্ণ
৭। মাসারিফ অর্থ কী ?
ক. ব্যয় কারার খাত      খ. আয় করার খাত
গ. আয়-ব্যয়                ঘ. অপ্রত্যাশিত ব্যয়
৮। ইবাদতের মূল লক্ষ্য হলো-
ক. আল্লাহর সন্তুষ্টি অর্জন
খ. নবি ও রাসুলদের সন্তুষ্টি অর্জন
গ. সৃষ্টির সেবা
ঘ. মুমিনদের ভালোবাসা অর্জন
৯। মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে-
ক. পৃথিবীর  সকল সৃষ্টবস্তু              খ. জিনদের
গ. উদ্ভিদকুলকে           ঘ. কেবল উপকারী প্রাণী
১০। দাসত্ব ও আনুগত্য  স্বীকার করে আল্লাহর তায়ালার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে কী বলে ?
ক. আকাইদ                খ. ইমান
গ. ইবাদত  ঘ. ইসলাম
উত্তর: ৬.গ ৭.ক ৮.ক ৯.ক ১০. গ
১১। কে আল্লাহ ও তার আল্লাহর বান্দাদের থেকে দূরে কিন্তু জাহান্নামের নিকটে ?
ক. দরিদ্র    খ. কৃপণ
গ. দাতা      ঘ. দানশীল ব্যক্তি
১২। সোনার নিসাবের পরিমাণ হলো-
ক. সাড়ে সাত তোলা
খ. সাড়ে ছয় তোলা
গ. সাড়ে বায়ান্ন তোলা
ঘ. সাড়ে পঞ্চাশ তোলা
১৩। রূপার নিসাবের পরিমাণ হলো-
ক. সাড়ে সাত তোলা
খ. সাড়ে তিপান্ন তোলা
গ. সাড়ে বায়ান্ন তোলা
ঘ. সাড়ে আট তোলা
১৪। জাকাত অস্বীকারকারীর শাস্তির বিধান রয়েছে কোন সুরায় ?
ক. সুরা আলে-ইমরানে                  খ. সুরা নিসায়
গ. সুরা আত তাওবায়    ঘ. সূরা আর-রহমানে
১৫। জাকাতের মাসারিফ কতোটি ?
ক. সাতটি  খ. আটটি
গ. নয়টি     ঘ. এগারোটি
উত্তর:১১. খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.খ
১৬। মহিলা হাজির সফরসঙ্গী হবেন কে ?
ক. খালাতো ভাই
খ. চাচাতো ভাই
গ. ভাইবোন
ঘ. যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম
উত্তর;১৬.ঘ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ