• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে

আপডেটঃ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

গণিত   হিমন এডওয়ার্ড গমেজ,  সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা

 

 

গাণিতিক প্রতীক

 

 

১.পাঁচটি সংখ্যা প্রতীক লেখ।

 

উত্তর : ১, ২, ৩, ৪, ৫।

 

২.দুইটি প্রক্রিয়া প্রতীকের নাম ও চিহ্ন লেখ।

 

উত্তর : যোগ (+) এবং গুণ (´)।

 

৩.‘     ’ প্রতীকটি কেন ব্যবহূত হয়?

 

উত্তর : অজানা সংখ্যা জানার জন্য।

 

৪.দুটি অক্ষর প্রতীকের চিহ্ন লেখ।

 

উত্তর : ক ও খ।

 

৫.সমান চিহ্নটি লেখ।

 

উত্তর : ‘ = ’।

 

৬.অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?

 

উত্তর : অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।

 

৭.একটি খোলা বাক্যের উদাহরণ দাও।

 

উত্তর : ২ ´ ক + ৭ = ৪৫।

 

৮.গাণিতিক বাক্য কাকে বলে?

 

উত্তর : গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।

 

৯.দুইটি জোড় সংখ্যা প্রতীকের নাম লেখ।

 

উত্তর :  ২ ও ৪।

 

১০.৭     ৫; ফাঁকা স্থানে কোন চিহ্ন বসবে?

 

উত্তর : ‘ > ’ (বড়)।

 

১১.২ + ৪     ৬; ফাঁকা ঘরে কী বসবে?

 

উত্তর : ‘ = ’ (সমান)।

 

১২.৮    ৬ = ৪৮; ফাঁকা ঘরে কী বসবে?

 

উত্তর : ‘ ´ ’ (গুণ)।

 

১৩.যেকোনো দুটি বন্ধনী প্রতীক লেখ।

 

উত্তর :  ১ম বন্ধনী ( ) ও ২য় বন্ধনী { }।

 

১৪.(ক + ১০) ´ ৩ = ৬০; খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?

 

উত্তর : ১০।

 

১৫.৬    ৬      ৬ = ৬; ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে?

 

উত্তর : ´, ¸।

 

১৬.৯    ৯    ৯     ৯ = ৮; ফাঁকা ঘরে কোন চিহ্নগুলো বসবে?

 

উত্তর : ´, -, ¸।

 

১৭.৪৮ – ক = ৪৮ হলে, ক এর মান কত?

 

উত্তর : ০।

 

১৮.নিচের খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?

 

(ক ¸ ৮) ´ ৫ = ১০০ — ১৫ ´ ৫।

 

উত্তর : ৪০।

 

১৯.দুইয়ের সাথে পাঁচ যোগ করে দশ দিয়ে গুণ করলে গুণফল একশ থেকে ছোট হবে। গাণিতিক প্রতীকের সাহায্যে সমস্যাটি দেখাও।

 

উত্তর : (২ + ৫) ´ ১০ < ১০০।

 

২০.দুইটি বিজোড় সংখ্যা প্রতীক লেখ।

 

উত্তর : ৫ ও ৭।

 

 

২১.   এবং   কে সম্পর্ক প্রতীক দিয়ে লেখ।

 

 

উত্তর : ,   থেকে বড়। সুতরাং  > ।

 

২২.৩ ´ ক + ২ =১৪ হলে ক এর মান কত?

 

উত্তর : ৪।

 

২৩. সংখ্যা প্রতীক কয়টি?

 

উত্তর : ১০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ