• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

আপডেটঃ : শনিবার, ১০ মার্চ, ২০১৮

USE OF PREPOSITION

ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় Preposition নিয়ে আলোচনা করছি। কারণ প্রশ্নপত্রে Filling the gaps – এর সাথে Preposition -এর সম্পর্ক রয়েছে নিবিড় । আশা করি আজকের আলোচনা তোমাদের বিশেষভাবে উপকৃত করবে।

 

USE OF PREPOSITION

 

Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান । যে Word Noun বা Pronoun ্এর পূর্বে বসে সেই Noun বা Pronoun ্এর সাথে বাক্যের অন্যান্য Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।

যেমন : There is a cow in the field. এখানে in Preposition এবং তা Cow এবং field এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে ।

গঠন ও কার্যকারিতা ভেদে Preposition এর শ্রেণি বিন্যাস:

  1. Simple Preposition: এ ক‘টি Word দ্বারা গঠিত Preposition ই হলো Simple Preposition যেমন: In, On, by, at, with,ইত্যাদি।
  2. Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে Double Preposition এর মত ব্যবহূত হয় । যেমন: Within (with+in), into (in+to)
  3. Compound Preposition: Noun, adjective বা adverb এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। এখানে On এর স্থানে a এবং by এর স্থানে b বা be হয়। যেমন: about (on+by+out), below (by+low)
  4. Phrase Preposition: দুই বা ততোধিক Preposition (বা Word ) একত্রে Phrase Preposition গঠন করে । যেমন:-In front of, In order to , In lieu of ইত্যাদি ।
  5. Participle Preposition: Participle of verb( Present or past) কখনো কখনো Preposition এর মতো ব্যবহূত হয় । যেমন:- I saw the people walking past him.
  6. Disguised Preposition: অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় on, at, of, Preposition এর পরিবর্তে a বা o ব্যবহূত হয় । এরূপ a বা o কে Disguised Preposition বলে।
  7. Special Preposition: Than ও but মূলত Conjunction হলেও কখনো আবার Preposition রূপে ব্যবহূত হয় । তখন তাদেরকে Special Preposition বলে। যেমন: Iam older than her.
  8. Verbal Preposition: এই জাতীয় Preposition Verb এর পূর্বে যুক্ত হয়ে নতুন Verb গঠন করে। যেমন: Overlook (Over+look), Withdraw (with+draw).


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ