• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন

নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান যুবলীগ-কৃষক লীগের

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এবছরও সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ ও কৃষক লীগ।

আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠনের শীর্ষ নেতারা তার সংগঠনের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছেন। পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ এপ্রিল) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এবং কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজউল করিম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ