• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি, নিষেধাজ্ঞা প্রত্যাহার!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মে, ২০২৩

পিএসজির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।

লিওনেল মেসির নিষেধাজ্ঞা কি তবে প্রত্যাহার করে নিল পিএসজি? যদিও ক্লাবটি এমন কিছু নিশ্চিত করেনি। তবে আর্জেন্টাইন তারকা এরই মধ্যে যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। করেছেন অনুশীলনও।

সোমবার মেসির অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করে প্যারিসের ক্লাবটি লিখেছে, ‘আজ সকালে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’

অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। পরে এ ঘটনায় ক্ষমা চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

গত সপ্তাহে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারার পরদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। স্বপরিবারে সৌদি আরবে যান। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত এই মহাতারকা।

এরপরই মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। নিষিদ্ধ থাকার সময়ে তিনি ম্যাচ বা অনুশীলন করতে পারবে না বলে জানিয়েছিল পিএসজি।

তবে এদিন মেসির অনুশীলনে ফেরায় এটা ধরে নেওয়া যায় তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ক্লাব থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

নিষেধাজ্ঞা থাকায় গতকাল (রবিবার) রাতে তোয়ার বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ খেলা হয়নি মেসির। তবে দলটির পরের ম্যাচ খেলতে আর বাধা রইল না তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ