• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

কিশোর গ্যংয়ের ছুরিকাঘাতে ২ যুবক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

চট্টগ্রামের পাহাড়তলীর বিটাক এলাকায় কিশোর গ্যংয়ের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (৮ মে) রাত আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাছুম ও সজিব নামের দুই বন্ধু সন্ধ্যায় তাদের বান্ধবীদের নিয়ে বিটাক মোড়ে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য তাদের বান্ধবীদের ইভটিজিং করতে থাকে । এ সময় সজিব ও মাছুম বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজনরা জানান, এলাকার কারো সাথে তাদের কোনো বিরোধ ছিলো না। সন্ধ্যায় দোকানে যাওয়ার কথা বলে দুইজনই বাসা থেকে বের হয়। এরপর রাত ১০টায় নিহতের স্বজনদের ফোনে কল দিয়ে জানানো হয় তাদের ছেলে হাসপাতালে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহত সজিব অটোরিকশা চালাতো, আর মাছুম একটি দোকানে কাজ করতো বলে জেনেছি। হাসপাতালের সকল প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ