• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

মিলানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে ইন্টার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

গালের পর ইন্টার মিলানের উদযাপন। ছবি: রয়টার্স

ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যেই দুই গোল। দুটোই ইন্টার মিলানের। সেই যে ধাক্কা খেল এসি মিলান, ৯০ মিনিটের ম্যাচে আর ঘুরে দাঁড়ানো হলো না ওদের। পারল না একটা গোলও শোধ করতে। সান সিরোতে তাই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগটা ইন্টার মিলান জিতল ২-০ গোলেই। মিলানের হোম ম্যাচ ছিল এটা। একই মাঠে ফিরতি লেগ আগামী মঙ্গলবার (১৬ মে)। ইস্তাম্বুলে ফাইনালের টিকিট পেতে হলে ইন্টারের সেই হোম ম্যাচে অবিশ্বাস্য কিছুই করতে হবে মিলানকে। অন্যদিকে জিতলে, ড্র করলে, এমনকি এক গোলে হারলেও ইন্টারই চলে যাবে ফাইনালে। ইস্তাম্বুলের পথে ইন্টার কিছুটা এগিয়ে গেল, এটা এখন বলাই যায়।

ইউরোপিয়ান টুর্নামেন্টে দুই দলের পাঁচবারের দেখায় এই প্রথম এসি মিলানকে হারাল ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল।

বৃহস্পতিবার ম্যাচের ৮ মিনিটে এসি মিলান যখন প্রথম গোলটা খেল, ডাগ আউটে কোচ স্তেফানো পিওলি রাগে গজগজ করছিলেন। ইন্টার মিডফিল্ডার হাকান চালহানোলুর কর্নার থেকে আসা বলে বাঁ পায়ে সাইড ভলি করলেন এডিন জেকো। এসি মিলান গোলরক্ষক মাইক মাইনান চেয়ে চেয়ে শুধু বল জালে যেতে দেখলেন।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই ১১ মিনিটে ইন্টারের দ্বিতীয় গোল। এবার সেই বাঁ পাশ থেকে ফেদেরিকো ডিমার্কোর দুর্দান্ত পাস, লাওতারো মার্তিনেজ দারুণ এক ডামি করে বলে যেতে দিলেন হেনরিখ মাখিতারিয়ানের পায়ে। ইন্টারের আরমেনিয়ান মিডফিল্ডারের শট আবারও মাইনানকে বোকা বানিয়ে এসি মিলানের জালে। এবার আর রাগ নয়, হতাশায় যেন ভেঙ্গে পড়লেন পিওলি।

পড়ারই কথা। ম্যাচের শুরু থেকে এত ছন্নছাড়া লাগছিল এসি মিলানকে। সর্বশেষ পাঁচ-ছয়টা ম্যাচে এত দারুণ খেলেছে মিলানের রক্ষণ, কিন্তু বৃহস্পতিবার যে ওদের খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ডিফেন্ডাররা এলোমেলো দৌড়েছেন, মার্ক করতে পারছিলেন না ঠিকঠাক। সেই সঙ্গে ওদের মাঝমাঠ প্রায় ফাঁকা করিডোর বানিয়ে দিয়েছে ইন্টার মিলানকে। এমন সুযোগ কেউ হারায় নাকি! ৩৭ বয়সী জেকোর পর তাই ৩৪-এর মাখিতারিয়ান গোল করে ম্যাচটা ইন্টারের হাতে এনে দিলেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ইতিহাসে রায়ান গিগসের পর দ্বিতীয় বয়স খেলোয়াড় হিসেবে গোল করলেন জেকো।

ব্যবধানটা প্রথমার্ধেই ৩-০ হতে পারত। ৩১ মিনিটে লাওতারো মার্তিনেজকে ফাউল করে মিলান ডিফেন্ডার সিমোন কায়ের হলুদ কার্ড দেখেন, পেনাল্টি পায় ইন্টার। তবে ভিএআর রিপ্লে দেখে কার্ড ও পেনাল্টি দুটোই বাতিল করে দেয়। সিদ্ধান্তটা যদিও বিতর্কিত মনে হয়েছে।

দুই গোলে পিছিয়ে থাকা মিলান দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছে খেলায় ফেরার। বিরতির পর ওদের কিছুটা গুছানোও মনে হয়েছে। ব্রাহিম দিয়াজ, অলিভিয়ের জিরু ও সান্দ্রো তোনালিরা টুকটাক সুযোগও পেয়েছেন। কিন্তু সেগুলোকে গোল বানিয়ে মিলান সমর্থকদের স্বস্তি ফেরাতে পারেননি।

ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটের মধ্যেই জেকোর একটি নিচু শট দারুণভাবে ঠেকিয়ে দেন মাইনান।

মিলান ব্যবধান কমাতে না পারায় ম্যাচ শেষে অবশ্য মনে হয় না জেকোর এ নিয়ে কোনো আক্ষেপ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ