• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

মতিঝিলে চুরি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

রাজধানীর মতিঝিলে চুরির চেষ্টাকালে হাতেনাতে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতারকৃতের নাম মো. জসিম উদ্দিন জসিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪টি স্ক্রু ড্রাইভার, চাকু, মোবাইল, সেলাই রেঞ্জ ও হাত ব্যাগ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) বিকালে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার রাত আটটার দিকে মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডের এমাজন ওভারসিজ এর ৩য় তলায় চুরির চেষ্টাকালে জনসাধারণের সহায়তায় তাকে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত জসিম রাজধানীর মতিঝিল থানাসহ বিভিন্ন এলাকায় তালা ভেঙ্গে ও গ্রীল কেটে কৌশলে চুরি করতো মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। ইতোপূর্বে ডিএমপির যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ