• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

সরকার পতনের দিনক্ষণ কখন জানান, বিএনপিকে কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

বিএনপির আন্দোলনের ঝড় লন্ডন না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ মে) রাজধানীর রমনায় ওলামা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে, সরকারের সময় শেষ। সরকারকে কবে বিদায় নিতে হবে তার দিনক্ষণ জানা থাকলে বিদায় নিতে একটি প্রস্তুতিও নিতে পারবে সরকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ছোট-বড় সব সংগঠনকে পুনর্গঠন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর ধারাবাহিতকায় আজ আওয়ামী ওলামা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বঙ্গবন্ধুর আমলে এই সংগঠনের কার্যক্রম শুরু হলেও বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বন্ধ যায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ দিলে আবার সক্রিয় হয় ওলামা লীগ। কিন্তু দীর্ঘ তিন দশকেও হয়নি সম্মেলন। এবার সেই জটলা কাটিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে বাছাই করতে ওলামা লীগ।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে জনগণ। এ দেশের নেতৃত্ব আগামী দিনে কারা দেবে তাও এ দেশের জনগণ ঠিক করবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে তার কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু মনে করলে বিএনপি ভুল করবে।

বিএনপিকে পথহারা পথিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বারবার বসেও বিএনপি এখনও আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারেনি। তারা এখন পথহারা পথিক।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালায় বিএনপি। অথচ দেশের উন্নয়ন নিয়ে সারা বিশ্ব তার প্রশংসা করছে। সরকারের বিরুদ্ধে নানা হাঁকডাঁক দিলেও বিএনপি এখন পথহারা পথিক। বারবার বসেও আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারেনি তারা।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলেই এখনো বাংলাদেশে অনেক দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনা বাংলাদেশের একটা বল। তাকে নিয়ে প্রশ্ন ও অপপ্রচার করে বিএনপি ও তার দোসররা। অথচ সারা দুনিয়া শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ