• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বগুড়ায় ছুরিকাঘাতে ট্রাকচালক আহত, আটক ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

ধারাল অস্ত্রসহ মো. শান্ত (১৯) নামে একজনকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা।

 

বগুড়া সদরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম রব্বানী (৩৫) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে।
এ সময় ধারাল অস্ত্রসহ মো. শান্ত (১৯) নামে একজনকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা। তিনি ওই ইউনিয়নের আশোকলা গ্রামের স্বপন মিয়ার ছেলে।

আহত গোলাম রব্বানী নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামের ধনু মিয়ার ছেলে ও ৫নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী।

গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা গোলাম রব্বানী কোমড়ের দুইপাশ ও ডান পায়ে ছুরিকাঘাত করেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কয়েকজন দুর্বৃত্ত দুপুরে ধারালো অস্ত্র দিয়ে গোলাম রব্বানীকে উপর্যপুরী ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিশুও আহত হন। তার মাথায় ইট দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তরা। পরে পালানোর সময় ধারাল অস্ত্রসহ একজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আহত গোলাম রব্বানীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, স্থানীয় দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত রব্বানীর অবস্থা আশঙ্কাজনক। জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও আটকে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ