• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

ডিবি পুলিশের এএসআইকে পেছন থেকে ছুরিকাঘাত!

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এএসআই সুলতান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দিলু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে সাভারের জামশিং এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন অ্যামব্রোয়েডারীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হামলার শিকার হয়ে নিজেই ফার্মেসিতে গেলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটক দিলু সাভারের শীর্ষ মাদক কারবারি বলে জানা গেছে। হামলার ঘটনা তার বাড়ির পাশেই ঘটেছে বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, ওই সড়ক দিয়ে এএসআই সুলতান প্রতিদিন তার ভাড়া বাসায় যান। রাত ১০টার দিকে সাধারণ পোশাকে তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তিনি ওই এলাকায় পৌঁছলে পেছন থেকে কে বা কারা তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি এনাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত এএসআই সুলতানের বরাত দিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এএসআই সুলতান বাসায় ফেরার পথে তাকে পেছন থেকে হামলা করা হয়। পরে তিনি নিজেই আহতাবস্থায় ফার্মেসিতে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

তিনি আরো বলেন, ঘটনাটি কি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো বিষয়- এমন কয়েক বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ